Khoborerchokh logo

কুষ্টিয়ার কুমারখালীতে গৃহবধূ ধর্ষণ, ধর্ষক আটক 162 0

Khoborerchokh logo

ছবি, ধর্ষক কাবিল (২২)


 কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
কুষ্টিয়ার কুমারখালীতে  অন্তঃস্বত্তা এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় নরপশু ধর্ষক কাবিল (২২) কে আটক করেছে থানা পুলিশ। 
শুক্রবার গভীর রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের শাহিন উদ্দিনের ছেলে কাবিল  ধর্ষিতার স্বামী সোহেল মল্লিকের সহযোগীতায় এই ঘটনা ঘটিয়েছে বলে ধর্ষিতার বাবা দাবী করেছেন। এবং তিনি এ বিষয়ে বাদি হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১১,তাং-১৫/০৫/২০২০
 কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, একমাসের অন্তঃস্বত্তা  গৃহবধূ ধর্ষণের শিকার এবং ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com